বেকহ্যামকে নিয়ে বিবিসির নতুন তথ্যচিত্র


প্রকাশিত: ০৪:৩২ এএম, ২৯ অক্টোবর ২০১৫

ডেভিড বেকহ্যামকে নিয়ে এবার তথ্যচিত্র বানাচ্ছে বিবিসি। ডেভিড বেকহ্যাম : ফর দ্য লাভ অব দ্য গেম-এ ফের ফুটবল পায়ে মাঠে দেখা যাবে ব্রিটিশ কিংবদন্তিকে। সাতটি মহাদেশেই বেকহ্যামকে খেলানোর পরিকল্পনা রয়েছে বিবিসির।

বিবিসি জানিয়েছে, এ প্রয়াসের মধ্য দিয়ে তারা বিশ্বকে ফুটবলের সূত্রে বাঁধবে। বেকহ্যাম বলেন, আমার মনে আছে বন্ধুদের সঙ্গে কোনো এক বিমান সফরের সময় এ নিয়ে আলোচনা হচ্ছিল। ভাবতে পারিনি এটা বাস্তবে রূপায়িত হবে।

দেড় ঘণ্টার এই তথ্যচিত্রে পাপুয়া নিউগিনির গ্রাম থেকে শুরু করে নেপালের পাদদেশ, বুয়েন্স আয়ার্সের ফুটপাত থেকে আফ্রিকার মরু অঞ্চলে স্থানীয় মানুষদের সঙ্গে খেলবেন বেকহ্যাম।

ইউনিসেফ ও অন্যান্য চ্যারিটেবল সংস্থার হয়ে কাজ করে দেখেছি যে ফুটবল কত মানুষের জীবনের সংজ্ঞাই বদলে দিয়েছে। গত বছর ডেভিড বেকহ্যাম ইন্টু দ্য আননোন তথ্যচিত্রটি রাতারাতি হিট হয়েছিল। ১৬৫টি দেশ তার আনন্দ নিয়েছিল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।