২৭৫ টাকা কিস্তিতে ফ্ল্যাট পাবে বস্তিবাসী


প্রকাশিত: ০৪:০২ এএম, ২৯ অক্টোবর ২০১৫

দৈনিক ২৭৫ টাকা কিস্তিতে রাজধানীর বস্তির বাসিন্দারা দুই বেডরুমের ফ্ল্যাট পাবেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। যদি কেউ ২০ বছরের মধ্যে টাকা পরিশোধ করতে পারে তাহলে তিনি ফ্ল্যাটের মালিক হবেন বলেও জানান মন্ত্রী।

বুধবার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে `নগর দরিদ্রের জন্য আবাসন : সমস্যা, সম্ভাবনা এবং নীতি করণীয়` শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ছিন্নমূল মানুষের বাসস্থানের ব্যবস্থা করেই ঢাকাকে বাসযোগ্য রাখতে হবে। এজন্য স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য রাজধানীতে ৪০ থেকে ৫০ হাজার ফ্ল্যাট তৈরি করা হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, কড়াইল বস্তিবাসীর আবাসনের ব্যবস্থাসহ সেখানে আইসিটি পার্ক স্থাপন, প্রতিটি উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা হবে।
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ আরবান ফোরাম, ইউএনডিপি ও রিহ্যাব এ সেমিনারের আয়োজন করে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পাওলিন টামিসিস, আসকের চেয়ারপারসন ড. হামিদা হোসাইন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল আমিন প্রমুখ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।