সৌদিতে পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২৯ অক্টোবর ২০১৫

সৌদি আরবে এক ইন্দোনেশীয় দম্পতিকে হত্যার দায়ে বুধবার এক পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দোনেশীয় নাগরিক বামবাঙ সুকিয়াতো ও তার স্ত্রী সুরাইয়াতি বিদ্যাস্ততিকে হত্যার দায়ে পাকিস্তানি নাগরিক আমাল জান হাজি দোষী সাব্যস্ত হন।

মন্ত্রণালয় জানায়, আমাল জান হাজি ওই দম্পতির বাড়িতে ঢুকে ধাতব বস্তু দিয়ে তাদের প্রহার করে তাদের হত্যা করে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইন্দোনেশীয় দূতাবাসের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ রিয়াদে এ মৃত্যুদণ্ডও কার্যকর করে।

এএফপি’র এক হিসেবে এ বছর সৌদি আরবে হাজিসহ মোট একশ’ ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৪ সালের ৮৭ জনের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।

অধিকাংশ সৌদি মৃত্যুদণ্ডাদেশ ধারালো তরবারির আঘাতে শিরশ্ছেদ করার মাধ্যমে কার্যকর করা হয়। মানবাধিকার বিশেষজ্ঞরা সৌদি আরবে বিচারের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। লন্ডনভিত্তিক অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বিবেচনায় সৌদি আরবের অবস্থান বিশ্বে তৃতীয়।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।