বুরুন্ডিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ জন নিহত


প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

বুরুন্ডিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে সাত বন্দুকধারী নিহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৪। দেশটির পূর্বাঞ্চলের গাইতেগা জেলায় মঙ্গলবার বন্দুকধারী ও সৈন্যদের মধ্যে যুদ্ধ হয়েছে বলে গভর্নর ভেনান্ট মনিরামবোনা জানান।

মনিরামবোনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নারুসাঙ্গা শহরে নিরাপত্তা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত অপরাধী নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্যানুযায়ী, বুরুন্ডিতে হত্যাকান্ড, গ্রেফতার ও আটকের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় দেশটিতে আবারো গৃহযুদ্ধ বেধে যেতে পারে।

গত এপ্রিলে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেশটিতে প্রায় ২শ’ লোক নিহত হন। গত সোম ও মঙ্গলবার রাজধানী বুজুমবরায় সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে তিনজন নিহত হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।