খালেদা হরতাল-অবরোধ দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পেট্রলবোমা মারার নির্দেশ দিয়ে মানুষ হত্যার পর খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলো।

তিনি বলেন, বেগম জিয়া সেটা না পেরে এখন লন্ডনে বসে ছেলে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। বেগম জিয়া যতই ষড়যন্ত্র করুক না কেন- তা মোকাবেলা করার মতো শক্তি আমাদের রয়েছে।

বুধবার তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে ২০০৬ সালে এই দিনে জামায়াত-শিবিরের গুলি ও ধারালো অস্ত্রে নিহত শহীদ রাসেল আহম্মেদ খানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুবমৈত্রী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম-সম্পাদক নাজমুল হক প্রধান এমপি ও টিপু সুলতান এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক হারু-অর -রশিদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর মো. বকুল প্রমুখ।

মহানগর যুবমৈত্রীর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রাসেল আহম্মেদ খানের অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান করেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ২৮ অক্টোবর ছিল বেগম জিয়ার ক্ষমতা হস্তান্তরের দিন। আমরা তখন বিরোধী দলে ছিলাম। আমাদের আন্দোলনের জোরে বেগম জিয়াকে ঘরে ফিরে যেতে বাধ্য করেছিলাম। সেদিন আমরা সফল হয়েছিলাম বলেই ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিল।

তিনি বলেন, রাসেলের রক্তে সেদিন আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম এবং বেগম জিয়া ও জামায়াত-শিবির ঘরে ঢুকে পড়েছিল।

আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব নির্বাচনী ওয়াদা পূরণ করেছেন। তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপারাধীদের বিচার করবেন তিনি তা করেছেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।