সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে একটি ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায় করে ধর্ষিতাকে বুঝিয়ে দেবার আদেশেও দেন আদালত। সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী বুধবার দুুপুরে এ রায় প্রদান করেন।

প্রয়োজনে ধর্ষকের বাড়ি-ঘর বিক্রি করে জরিমানার টাকা আদায় করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করা হয়েছে এ রায়ে। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান (২৮) কাজিপুর উপজেলার ট্যাকরাভিটা গ্রামের রব্বেল ভুইয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, একই গ্রামের মোকতেল হোসেনের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন লম্পট হাফিজুর। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরে হাফিজুরকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি পালিয়ে যান। ২০০৮ সালের ১২ অক্টোবর মেয়ের বাবা মোকতেল হোসেন বাদী হয়ে ধর্ষককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষককে আটক ও আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত উল্লে­খিত রায় প্রদান করেন।

বাদল ভৌমিক/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।