মেয়ে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

মেয়েকে বিষপানে হত্যার দায়ে সিরাজগঞ্জে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ইমান আলী শেখ এ রায় প্রদান করেন। যাবজ্জীবনপ্রাপ্ত কবীর শেখ (২৮) বেলকুচি উপজেলার রানীপুরা পূর্বপাড়া গ্রামের জুলহাস শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ৯ বছর আগে একই গ্রামের সামাদ আলীর মেয়ে সাবিনার সঙ্গে কবীরের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম নেয়। কিন্তু এরপর থেকেই কবীর পার্শ্ববর্তী এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। এরই জের ধরে ২০১২ সালের ৩০ ডিসেম্বর স্ত্রী সাবিনা ও মেয়ে কবিতাকে (৫) বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কবিতা মারা যায়। এ ঘটনায় কবিতার নানা সামাদ আলী একই দিন রাতে কবীরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কবীরকে আটক করে আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত উল্লেখিত রায় প্রদান করেন।

বাদল ভৌমিক/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।