স্পেনের তিন অঞ্চল ভ্রমণে সতর্ক করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২০

অডিও শুনুন

স্পেনে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় দেশটির তিনটি অঞ্চল ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে জার্মানি। মঙ্গলবার জার্মান সরকার দেশটির পর্যটকদের ওই তিনটি এলাকায় অনাবশ্যক ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে।

স্পেনের যে তিনটি অঞ্চল ভ্রমণে জার্মানি সতর্কতা জারি করেছে, সেগুলো হলো- আরাগন, কাতালোনিয়া ও নাভারা। এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব এলাকায় করোনা সংক্রমণের উচ্চ হার এবং স্থানীয় লকডাউনের কারণে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে স্পেনের এ তিনটি অঞ্চলে হঠাৎ করেই ব্যাপক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যদিও স্প্যানিশ সরকার দাবি করেছে, এলাকাগুলোর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, সংক্রমণ শুধু স্পেনেই নয়, বাড়ছে জার্মানিতেও। এর কারণ হিসেবে স্থানীয়দের স্বাস্থ্য সতর্কতায় অবহেলা ও সামাজিক দূরত্ব না মানার প্রবণতাকে দায়ী করেছে জার্মানির রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই)।

আরকেআইয়ের প্রধান লোথার উইলার সাংবাদিকদের বলেন, ‘ভাইরাসটি আরও একবার দ্রুত ও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো প্রতিরোধ করতে হবে। সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি আমার এবং আরকেআইয়ের সবার কাছেই উদ্বেগজনক।’

করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি রোধে দেশের সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন আরকেআইয়ের এ শীর্ষ কর্মকর্তা।

সূত্র: বিবিসি

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।