কোনো ব্যক্তি দোয়া চাইলে যে দোয়া করতে হয়


প্রকাশিত: ০১:১২ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

দোয়াই ইবাদাতের মূল। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না তার প্রতি আল্লাহ রাগান্বিত হন। এ রকম অনেক হাদিস আছে যা আমরা কম-বেশি জানি। কিন্তু আমরা পরস্পরে কোথাও মিলিত হলে। অতিথি, আত্মীয়-স্বজন একত্রিত হলে বিদায়ের সময় পরস্পর পরস্পরের কাছে দোয়া চায়। অনেকে বিভিন্ন মাধ্যমে দোয়া চায়। যারা দোয়া চায় তাদের জন্য কি দোয়া করবেন। এ সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি হাদিস রয়েছে।

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা আমাকে নিয়ে রাসুল সাল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লামের নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! আপনার এই ছোট খাদেম আনাস, আপনি তার জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তখন রাসুল সাল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম বললেন,

Doa-Inne
উচ্চারণ : আল্লা-হুম্মাকছির মা’লুহু ওয়া ওয়ালাদুহু ওয়া আত্বিল ও’মরাহু ওয়াগফিরলাহু ওয়া বারিকলাহু ফিমা রাযাক্বতাহু।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি তার অর্থ, সন্তান, ও বয়স বৃদ্ধি করে দিন। আর তাকে
ক্ষমা করুন এবং তাকে যে রুজি (রিজিক) দিয়েছেন তাতে বরকত দিন। (সিলসিলা)

পরিশেষে...
আল্লাহ তাআলা প্রত্যেককে কুরআন ও হাদিস মোতাবেক দোয়া-আমল, ইবাদাত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।