তুরস্কে সেনাবাহিনীর বাস উল্টে হতাহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৭ জুলাই ২০২০

তুরস্কের দক্ষিণাঞ্চলের মার্সিন প্রদেশে সামরিক বাহিনীর একটি গাড়ি উল্টে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ সেনাসদস্য।

সোমবার সকালের দিকে মার্সিনে সামরিক বাহিনীদের সদস্যদের বহনকারী বাস উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। তিনি বলেন, নিহতদের মধ্যে চারজন সামরিক বাহিনীর সদস্য এবং দু’জন গাড়িচালক।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী আকার বলেন, যান্ত্রিক ত্রুটি ও ব্রেক বিকল হয়ে যাওয়ায় গাড়িটি উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী হুলুসি আকার বলেন, আহত সৈন্যদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: রয়টার্স।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।