সিরিয়া ইস্যুতে আলোচনায় অংশ নিচ্ছে তেহরান


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

ভিয়েনায় সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেবে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জাফরি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

যুদ্ধ ইস্যুতে এই প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম মিত্র তেহরান আন্তর্জাতিক সংলাপে অংশ নিচ্ছে। ভিয়েনায় বৃহস্পতিবারের এ সংলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ, এবং ইউরোপ ও আরবের কূটনীতিকরা অংশ নেয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে ভিয়েনায় এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। সিরিয়া নিয়ে এর আগে বেশ কয়েকবার মধ্যস্থতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

সিরিয়ায় চলমান সংঘর্ষে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষের শক্তি ইরান এবং কালকের বৈঠকে যারা অংশ নেবেন তারা বরাবরই সিরিয়ায় তেহরানের ভূমিকার সমালোচনা করে আসছেন।

সিরিয়ায় গত প্রায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার তথ্য মতে, চলতি মাসের ৫ থেকে ২২ অক্টোবরেই সিরিয়ায় গৃহহীন হয়ে পড়েছে এক লাখ ২০ হাজার মানুষ।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।