অাইএস দমনে অভিযান জোরদার করবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৮ অক্টোবর ২০১৫

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান আরো বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। একইসঙ্গে বিমান হামলার পাশাপাশি স্থল হামলা বৃদ্ধিরও ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

কার্টার বলেন, দেশ দুটিতে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে মার্কিন সেনারা পিছপা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ইরাকে অন্তত সাড়ে তিন হাজার সেনা মোতায়েন রেখেছে। ইরাকি সেনাদের সহযোগিতার জন্য এসব সেনাসদস্যদের মোতায়েন করা হলেও সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলে তাদেরকে লড়াই করতে দেখা গেছে। এর আগে গত সপ্তাহে আইএসের বিরুদ্ধে অভিযানে এক মার্কিন সেনা নিহত হয়।

কার্টার বলেন, সিরিয়ার রাক্কা শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা জোরদারের বিষয়ে তিনি মার্কিন সিনেটরদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ও অতিরিক্ত মার্কিন বিমান হামলা বৃদ্ধি করা হবে। এ হামলা রাক্কা, রামাদি এবং ইরাকের আনবার প্রদেশের রাজধানীকে কেন্দ্র করে পরিচালনা করা হবে।

গত বছর সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। আইএস নির্মূলের উদ্দেশ্যে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারাক ওবামা।   

সিরিয়া সংকট নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রথমবারের মতো ইরানকেও ডাকা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ভিয়েনায় বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান অংশ নেবে কিনা সেবিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

সিরিয়ায় গত প্রায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার তথ্য মতে, চলতি মাসের ৫ থেকে ২২ অক্টোবরেই সিরিয়ায় গৃহহীন হয়ে পড়েছে এক লাখ ২০ হাজার মানুষ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।