আঘাত পেয়ে হাসপাতালে কস্তা
স্টোক সিটির বিপক্ষে লিগ কাপের ম্যাচে পাঁজরের হাড়ে আঘাত পাওয়া চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তাকে হাসপতালে ভর্তি করা হয়েছে। চেলসি ম্যানেজার হোসে মরিনহো বিষয়টি নিশ্চিত করেছেন। স্টোক সিটির বিপক্ষে ম্যাচে ৩৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে ধাক্কা লেগে বুকে আঘাত পান। তখনই তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়।
বৃটানিয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে ইনজুরিটি কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি মরিনহো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হবার পরে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত হয় চেলসি।
অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ইংল্যান্ডে খেলতে এসে গত মৌসুমে ২১ গোল করে চেলসির সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২৭ বছর বয়সী কস্তা। কিন্তু এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তিনি এখন পর্যন্ত মাত্র তিনটি গোল করেছেন।
এমআর/আরআইপি