আর্জেন্টিনা দলে ফিরলেন হিগুয়েইন


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৮ অক্টোবর ২০১৫

ইনজুরি আক্রান্ত লিওনেল মেসিকে এখনো দলে পায়নি আর্জেন্টিনা। তার উপর ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে এখনো গোল করতে পারেনি। এসব কিছুকে মাথায় রেখে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে দলে ডাকা হয়েছে।

অক্টোবরে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের জন্য কোচ জেরার্ডো মার্টিনোর বিবেচনায় আসতে পারেননি নাপোলির এই তারকা স্ট্রাইকার। ঐ ম্যাচ দুটিতে ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হওয়া ছাড়াও প্যারাগুয়ে সফরে গোলশুন্য ড্র করে মার্টিনোর দল।

দক্ষিণ আমেরিকান গ্রুপের বাছাইপর্বে দশদলের মধ্যে শীর্ষে থাকা উরুগুয়ে, ইকুয়েডর ও চিলির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আর্জেন্টিনা বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। আগামী ১২ নভেম্বর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথ্য দিবে আর্জেন্টিনা, এর পাঁচদিন পরে কলম্বিয়া সফরে যাবে।

স্কোয়াড :
গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গাজমান, অগাস্টিন মারচেসিন।
ডিফেন্ডার : পাবলো জাবালেটা, নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস, ইমানুয়েল মাস, মার্কোস রোহো, ফাকুনডো রোকাগিলা, এজেকুয়েল গ্যারে, রামিরো ফুনেস।
মিডফিল্ডার : জেভিয়ার মাসচেরানো, লুকাস বিগলিয়া, মাটিয়াস ক্রানেভিত্তার, ইভার বানেগা, এ্যাঞ্জেল ডি মারিয়া, জেভিয়ার পাস্তোরে, এনজো পেরেজ, এরিক লামেলা।
ফরোয়ার্ড : গঞ্জালো হিগুয়েইন, পাওরো ডিবালা, কার্লোস তেভেজ, নিকোলাস গাইতান, এ্যাঞ্জেল কোরেয়া, এজেকুয়েল লাভেজ্জি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।