তুরস্কে নৌকাডুবিতে নিহত ২৪


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৩ নভেম্বর ২০১৪

তুরস্কে অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ২৪ যাত্রী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। ইস্তাম্বুল শহর থেকে উত্তরের উপকূলে সোমবার এই নৌকাডুবির ঘটনা ঘটে।  বসফোরাস ও ব্লাক সি’র মোহনায় এই নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

এক উদ্ধারকর্মী আলী সারুহান বলেছেন, বাতাসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নৌকাটি আয়তনে ছোট। কিন্তু এতে ৪০ জনের মতো যাত্রী ছিল। নিহত ও নিখোঁজরা কোন দেশের নাগরিক, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই শরণার্থীরা রোমানিয়ায় যাচ্ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ রোমানিয়া।

দুই মাস আগে ইইউ-গামী শরণার্থীদের একটি দলকে উদ্ধার করেছিল তুরস্কের কোস্ট গার্ড। ওই শরণার্থীদের বেশিরভাগই ছিলেন সিরিয়া ও আফগানিস্তানের মানুষ।- বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।