হংকংয়ের বাসিন্দারা যেভাবে পাবেন ব্রিটিশ নাগরিকত্ব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৩ জুলাই ২০২০

হংকংয়ের প্রায় ৩০ লাখ মানুষকে নাগরিকত্ব দেয়ার বিস্তারিত প্রক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার এটিকে ‘অত্যন্ত উদার’ পদক্ষেপ বললেও বেইজিংয়ের দাবি, এর মাধ্যমে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানিয়েছেন, ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে তুলে দেয়ার সময়ই ব্রিটিশ নাগরিক (বিদেশ) বা বিএনও জাতীয়তাবাদ তৈরি করা হয়েছিল। এ নীতির আওতায় আগামী জানুয়ারি থেকেই হংকংবাসী আবেদন করতে পারবেন।

এর জন্য তাদের কোনও ধরনের দক্ষতার পরীক্ষা বা ন্যূনতম আয়ের হিসাব দেয়া লাগবে না। আবেদনকারীরা তাদের ওপর নির্ভরশীল, যাদের বিএনও স্ট্যাটাস নেই তাদেরও সঙ্গে নিয়ে যেতে পারবেন।

UK-1

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনও জাতীয়তাবাদ ১৯৯৭ সালের আগে হংকংবাসীর সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে।

১০০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ উপনিবেশ ছিল হংকং। প্রায় দুই যুগ আগে ‘এক দেশ, দুই নীতি’ চুক্তিতে অঞ্চলটিকে চীনের হাতে তুলে দেয় যুক্তরাজ্য। তবে শর্ত ছিল, হংকংয়ের আংশিক স্বায়ত্তশাসন এবং সেখানকার বাসিন্দাদের নাগরিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে চীনকে।

সম্প্রতি হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর প্রসঙ্গে প্রীতি প্যাটেল বলেন, এর মাধ্যমে পরিস্থিতি বদলে দিয়েছে চীন।

যুক্তরাজ্য জানিয়েছে, হংকংয়ের আবেদনকারীদের পাঁচ বছরের ভিসা দেয়া হবে। এই সময়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং কোনও ধরনের অপরাধে জড়িত হবেন না, তারা স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এর এক বছর পর তারা যুক্তরাজ্যের পূর্ণ নাগরিকত্ব পাবেন।

UK-2

তবে, ভিসার জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে আবেদনকারীদের। এছাড়া, জানুয়ারির আগেই কারও হংকং ত্যাগের প্রয়োজন পড়লে তারা ঘোষিত সময়ের আগেই আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যে হংকংবাসীদের নাগরিকত্ব দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে লন্ডনের চীনা দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এক মুখপাত্র বলেছেন, হংকং চীনের একটি অংশ, সেখানে জাতীয় নিরাপত্তা আইন জারির অধিকার রয়েছে তাদের। বিষয়টি বুঝতে যুক্তরাজ্যের প্রতি অনুরোধ জানাচ্ছে চীন।

তাৎক্ষণিকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাজ্যের হস্তক্ষেপ বন্ধ না হলে এটি ব্রিটিশদের জন্য নিজেদের পায়ে কুড়াল মারার মতো হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে ওই বিবৃতিতে।

সূত্র: আল জাজিরা

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।