হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৩ নভেম্বর ২০১৪

জামায়াতে ইসলামীর ডাকা চলমান হরতাল কর্মসূচী শেষ না হতেই আবারও আগামী বুধ ও বৃহস্পতিবার হরতাল ডাকায় বেসরকারী খাতের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে। এভাবে ঘন ঘন হরতাল কর্মসূচীর কারনে দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়ায় এফবিসিসিআই তীব্র  অসন্তোষ প্রকাশ করছে। এক বিবৃতিতে সংগঠনটি একথা বলেছে।

এফবিসিসিআই বলছে, বিচারিক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর ডাকা  গত ৭২ ঘন্টার হরতালে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ সহ দৈনব্দিন কার্যক্রম ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদুপরি আবারো ৪৮ ঘন্টা ডাকা হরতাল দেশের অর্থনৈতিক বানিজ্যিক কার্যক্রমে ভীষনভাবে বিঘিœত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বানিজ্য ও নাগরিক কর্মকান্ড কে ক্ষতিগ্রস্ত করবে।

চলমান হরতাল কমসূচীর কারনে জাতীয় অর্থনীতির পাশাপাশি ছাএ ছাএীদের পড়াশুনা ও  শিক্ষা  ব্যবস্থাতেও  নেতিবাচক  প্রভাব পড়ছে। বিশেষ করে জেএসসি ও জেডিসি সহ স্কুল, কলেজ  ও  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচী  বিপযয়ের  মুখে পড়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত বৎসরে ঘটে যাওয়া ধবংসাত্বক রাজনৈতিক কর্মসূচীর কারনে জাতীয়  অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা সকলের ঐকান্তিক প্রচেষ্টায়  কাটিয়ে উঠছে এবং অর্থনীতিক সকল  সূচকে  ইতিবাচক দিক পরীক্ষিত হছে সে মুহুর্তে আবারও লাগাতার হরতাল কর্মসূচী অর্থনীতির অগ্রযাএাকে ভীষনভাবে ব্যাহত করবে  ।  

হরতালের মত ধবংসাত্মক কর্মসূচী দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়  এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এ নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারন নীরিহ মানুষের জানমালের ক্ষতি কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

এ অবস্থায় দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতাল প্রত্যাহারের জন্য এফবিসিসিআই উদাত্ত আহবান জানিয়েছে সংগঠনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।