সিরিয়ায় ২ হাজার কারাবন্দির মৃত্যু
সিরিয়ায় চলতি বছর এ পর্যন্ত প্রায় দুই হাজার কারাবন্দি মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার বিভিন্ন জেলে নির্যাতন, খাদ্য সঙ্কট ও চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এক হাজার ৯১৭ বন্দি মৃত্যুবরণ করেছে। এর মধ্যে ২৭ শিশু ও ১১ নারীও রয়েছে।
চলতি বছরের শুরুতে দেশটির পুলিশ বাহিনীর এক সাবেক ফটোগ্রাফার ৫৫ হাজার ছবি প্রকাশ করেন। সেখানে দেশটির জেলগুলোতে বন্দিদের নানাভাবে নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। ডিজিটাল ছবিগুলোতে ১১ হাজার মৃত কারাবন্দির ছবিও রয়েছে।
অবজারভেটরি জানিয়েছে, মৃত বন্দিদের পরিবারের সদস্যদের জানানো হতো তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের ডেথ সার্টিফিকেটও প্রদান করা হতো। সিরিয়ার বিভিন্ন জেল ও সরকারি বন্দিশালায় প্রায় দুই লাখ লোক বন্দি রয়েছে।
সংস্থাটি জানায়, অনেক সময় বিপক্ষ দলের সদস্যদের হাতে বন্দিদের মৃত্যু হয়েছে বলে জোর করে তাদের স্বজনদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। - এএফপি