বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানে ৭ সেনা নিহত


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৮ অক্টোবর ২০১৫

পাকিস্তানের ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী আঙ্গুর আড্ডার চেকপোস্টে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন দেশটির ৭ সীমান্ত সেনা।মঙ্গলবার এই ঘটনা ঘটে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে ।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সামীন্তবর্তী এলাকার চেকপোস্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে বন্দুকধারীরা।এতে নিহত হন দায়িত্বে থাকা ৭ সেনা সদস্য। ওয়াজিরিস্তানসহ দেশটির ৭টি পার্বত্য এলাকা অবস্থিত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি।

পার্বত্য এলাকায় খুবই শক্তিশালী তালেবান, আল কায়েদাসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। ওইসব এলাকায় গোষ্ঠীগুলোর আধিপত্য কমাতে এ বছর জারব-ই-আজব অপারেশন শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। অপারেশন শুরু হওয়ার পর এখন পর্যন্ত নিহত হয়েছে ৩ হাজার সন্ত্রাসী।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।