আল-আকসায় ইসরায়েলি কট্টরপন্থী এমপি


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৩ নভেম্বর ২০১৪

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বান উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ পরিদর্শন করেছে দেশটির এক কট্টরপন্থী সংসদ সদস্য।

অমুসলিমদের জন্য রবিবার মসজিদটি খুলে দেওয়ার পর লিকুদ পার্টির সংসদ সদস্য মোশে ফেইগলিন সেখানে প্রবেশ করেন। মসজিদটিতে তিনি ঘণ্টাখানেক সময় কাটান।

আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতির ব্যাপারে প্রচারণা চালানো এ অর্থোডক্স ইহুদি মসজিদটিতে প্রবেশের পর উপস্থিত মুসলিমরা উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করতে থাকে। এ সময় ইসরায়েলি সশস্ত্র পুলিশ সদস্যরা ফেইগলিনকে ঘিরে রাখে। ফেইগলিন এ সময় আবারও মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করতে দেওয়ার বিষয়টি তুলে ধরেন।

গত বুধবার আমেরিকান-ইসরায়েলি আইনজীবী ও ইহুদি ধর্মপ্রচারক ইয়াহুদা গ্লিককে গুলির ঘটনার পর থেকে পূর্ব জেরুজালেমে উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পরদিন বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে হত্যা করে ও মুসলিমদের তৃতীয় পবিত্রতম আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়।- এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।