মার্জিন ঋণ পাবে না নতুন কোম্পানি


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানির লেনদেনের শুরুর প্রথম ৩০ কার্যদিবস কোনো মার্জিন ঋণ প্রদান করা হবে না বলে জানিয়েছ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রেও প্রথম ৩০তম কার্যদিবস পর্যন্ত ঋণ পাবে না।

মঙ্গলবার বিএসইসির ৫৫৭তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও  মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এখন থেকে বিনিয়োগকারীরা নতুন তালিকাভুক্ত কোম্পানি ও ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে লেনদেনের প্রথম থেকে ৩০ দিন ঋণ সুবিধা আর পাবে না। ২০১২ সালের ২৮ নভেম্বর দীর্ঘ তিন বছরের স্থগিত করা এ আইন পুনরায় চালু করলো বিএসইসি।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।