ঝিনাইদহে দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামে বাড়ির গেটের দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সানবান্দা গ্রামের মিলন হোসেনের মেয়ে চাঁদনী (৮) এবং একই গ্রামের আকালের মেয়ে নিশি (৭)। চাঁদনী এবং নিশি দু’জনই স্থানীয় সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিশি ও চাঁদনী বাড়ির গেটের দেয়ালে উপর বসে খেলা করছিল। এসময় দেয়াল ভেঙে তারা চাপা পড়ে। সেখান থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তারা মারা যায়।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।