১.৭৬ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলমান ও নতুন মিলিয়ে ১১টি প্রকল্পে এই অর্থ দেবে আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান মার্টিন রামার সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের সংযুক্ত হবার কোনো দরকার নেই। আমরা নিজেদের টাকায় কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। এটি একটি সমাধান যোগ্য ইস্যু।

এদিকে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ সহ-সভাপতি কেইলি পিটারস দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন মঙ্গলবার। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুুহিতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।