মেহেন্দীগঞ্জ বিএনপির ৭ নেতাকর্মী জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

বরিশাল-৪ আসনের (মেহেন্দীগঞ্জ-হিজলা) সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের গাড়ি বহরে হামলার মামলায় মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের  প্রার্থনা করে আসামিরা। পরে আদালতের বিচারক মো. আদীব আলী তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন, হলেন, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, গবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, উলানিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিল্টন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক শাহিন দেওয়ান, ফরহাদ হাওলাদার ও নেজামুল খাঁ।

ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জাকির হোসন মামালার নথির বরাত দিয়ে জানান, গত ২ ফেব্রুয়ারি বরিশাল-৪ আসনের (মেহেন্দীগঞ্জ-হিজলা) সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়ি বহর নিয়ে মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর থেকে পাতার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে বুড়ির পোল এলাকায় তার গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার অভিযোগ এনে ১১ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৪৮ জনকে আসামি করে মেহেন্দীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

গত ১১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা দায়েরের প্রায় ৯ মাস পর ওই সাতজন আজ আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।