অসুখী থাকা চলবে না যে দেশে
আপনি কি ব্যক্তিগত জীবনে সুখী? এ প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ তাহলে কোনো ঝামেলা পোহাতে হবে না। কিন্তু উত্তরটা যদি হয় না, তাহলে কেনো সুখী নন সেবিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। ২০২১ সালের মধ্যে বিশ্বের শীর্ষ সুখী দেশের তালিকায় উঠতে অভিনব এ উদ্যোগ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
সম্প্রতি দেশটিতে সুখের ওপর একটি ডিজিটাল জরিপ পরিচালনা করেছে দুবাই পুলিশ। ওই জরিপে দেশটির নাগরিকদের কাছে মোবাইলে এসএমএস পাঠিয়ে জানতে চাওয়া হয় দুবাইয়ে তারা সুখী কিনা। একইসঙ্গে দেশটির অন্যতম স্থাপনা বুর্জ খলিফা টাওয়ারসহ শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুমের ছবি পাঠানো হয়। সেখানে ইংরেজি এবং আরবী ভাষায় একটি প্রশ্ন করা হয়, দুবাইয়ে আপনি কি সুখী?
দুবাই পুলিশ জানিয়েছে, জরিপের প্রথম দিনে তারা অন্তত দুই লাখ সাড়া পেয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৪ ভাগ লোক বলছে তারা সুখী, ৬ ভাগ লোক বলে কোনো মন্তব্য করেনি এবং ১০ ভাগ লোক অসুখী বলে জানিয়েছে। তবে ওই জরিপে ঠিক কতোজনের কাছে এসএমএস পাঠানো হয়েছিলো তা জানায়নি পুলিশ।
তবে এই জরিপের পর যারা দুবাইয়ে সুখী নয় বলে জানিয়েছে পুলিশ ইতোমধ্যে তাদের ফোন করে কেনো সুখী নয় জানতে চাচ্ছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টুইটারেও এ বিষয়ে প্রচারণা চালাচ্ছে দেশটির পুলিশ। ইংরেজি এবং বাংলায় টুইট বার্তায় তারা লিখছে, আপনার নিরাপত্তাই আমাদের সুখ।
দুবাইয়ের পুলিশ প্রধান মেজর জেনারেল খামিস মাত্তার আল মাজেইনা বলেন, পুলিশ বিচ্ছিন্নভাবে লোকজনকে ফোন করে তাদের অসুখী থাকার কারণ জানতে চাচ্ছে। একইসঙ্গে নাগরিকদের সমস্যাগুলোকে চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি অফিসে পাঠানো হচ্ছে। তবে পুলিশ একেবারেই ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না বলে তিনি জানান।
২০১৫ সালে বিশ্বের ১৫৮টি সুখী দেশের তালিকায় জাতিসংঘের অবস্থান ছিলো ২০ তম। ২০২১ সালে দেশটির ৫০ তম স্বাধীনতা দিবসে বিশ্বের সেরা ১০ সুখী রাষ্ট্রের তালিকায় উঠে আসতেই এ অভিনব উদ্যোগ হাতে নিয়েছে দুবাই।
সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।
এসআইএস/আরআইপি