পানামায় লেকের কাছে সাত তরুণের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৯ জুলাই ২০২০

মধ্য আমেরিকার দেশ পানামায় একটি লেকের (হ্রদ) কাছ থেকে সাত তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার দেশটির রাজধানী পানামা সিটি থেকে ৮০ কিলোমিটার দূরবর্তী গাতুন লেকের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহতদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। তাদের সবার বয়সই ১৭ থেকে ২২-এর মধ্যে।

স্থানীয় প্রসিকিউটর অ্যাডলফো পিনেদা জানিয়েছেন, নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।

তিনি জানান, হামলায় ভুক্তভোগী কয়েকজন পালিয়ে বেঁচে গেছেন। তারা এ বিষয়ে তদন্তে সহযোগিতা করছেন। তবে হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য এখনও জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের পরিবারগুলো গত শুক্রবারই তাদের নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল। ওই তরুণ-তরুণীরা গাতুন লেকে সাঁতার কাটতে গিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।