পাবনায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৭ অক্টোবর ২০১৫

পাবনার আতাইকুলা থানার পাবনা-ঢাকা মহাসড়কের ধর্মগ্রাম এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাওলানা আব্দুর রহিম (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় রতন (৪০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম আতাইকুলা থানার কাঁকলেখালি গ্রামের জহির উদ্দিনের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, মাওলানা আব্দুর রহিম মাদরাসা থেকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের ধর্মগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় পাশের একটি ভ্যানগাড়ির চালক রতন গুরুতর আহত হন। আহত রতনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে কেউ ধরতে পারেনি। এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি মামলা হয়েছে।  

একে জামান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।