করোনা : স্পেনে এক লাখ মিংক হত্যার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৭ জুলাই ২০২০

প্রাণী থেকে মানুষের দেহে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্পেনে একটি খামারের সব মিংক হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি খামারের প্রায় এক লাখ মিংক হত্যা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর বিবিসির।

ইউরোপের কিছু দেশে বেজির মতো এক ধরনের প্রাণী মিংক হিসেবে পরিচিত। মূলত পশম সংগ্রহের জন্যই এগুলো খামারে পালন করা হয়। স্পেনের আরাগন প্রদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি প্রথম জানা যায় সেখানকার একটি খামারের এক কর্মচারীর স্ত্রীর করোনা শনাক্তের পর।

এরপর ওই নারীর স্বামীসহ খামারের আরও কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হন। ওই ঘটনার পর কিছুদিন মিংকগুলোকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়।

গত ১৩ই জুলাই পরীক্ষার পর জানা যায় যে, প্রায় ৯২ হাজার ৭শ মিংকের মধ্যে ৮৭ ভাগেরই করোনাভাইরাস পজিটিভ। এরপরই স্বাস্থ্য কর্তৃপক্ষ সবগুলো প্রাণীকে হত্যার নির্দেশ দেয়।

আরাগন অঞ্চলের কৃষি বিষয়ক মন্ত্রী হোয়াকিন ওলোনা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মিংকগুলো হত্যার সিদ্ধান্ত নেয়া হয়েছে যেন মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়ানো যায়।

তবে প্রাণী থেকে সরাসরি মানুষের দেহে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

তিনি ধারণা প্রকাশ করেছেন যে, খামারের কোন কর্মী অনিচ্ছাকৃতভাবে হয়তো প্রাণীগুলোর মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ঘটিয়েছে। আবার প্রাণীগুলোর মাধ্যমে খামারের কর্মীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি তিনি। যদিও এই বিষয়টি এখনও প্রমাণিত নয়।

সাম্প্রতিক সময়ের বেশ কিছু গবেষণায় জানা গেছে, নভেল করোনাভাইরাস কুকুর ও বিড়ালসহ কয়েকটি প্রাণীর মধ্যে সংক্রমিত হয়। তবে সরাসরি প্রাণী থেকে মানুষে সংক্রমিত হওয়া সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এ বিষয়ে এখনও গবেষণা চলছে।

এর আগে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের মিংক খামারের কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে। সে কারণে গত কয়েক মাসে হাজার হাজার মিংক হত্যা করা হয়েছে।

গত জুনে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, মানুষ যেমন মিংককে সংক্রমিত করেছে তেমনি কিছু মিংকও মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ করেছে। তবে তিনি এটাও বলেছেন যে, এ বিষয়ে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।