রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ


প্রকাশিত: ১০:০৬ এএম, ২৭ অক্টোবর ২০১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা। মঙ্গলবার পৌনে তিনটার দিকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অংশ নিয়ে বিদায় নেন সরকারের এই জ্যেষ্ঠ আমলা। বৈঠককালে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনে রাষ্ট্রপতি সচিবকে ধন্যবাদ জানান।

বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নতুর দায়িত্বে সফলতার সঙ্গে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আবদুল হামিদ।

গত রোববার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় মোশাররাফ হোসাইনকে। তার পদে দায়িত্ব দেয়া হয়েছে শফিউল আলমকে।

এসএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।