দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন সচেতনতা : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৭ অক্টোবর ২০১৫

শিক্ষার্থী এবং অবিভাকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দূর্যোগ মোকাবেলা করা সম্ভব। বিষয়টা যতটানা পাঠ্য তার চেয়ে বেশি সচেতনতার। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড মিলনায়তনে আয়োজিত এক কর্মমালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। দুর্যোগ ঝুকি-হ্রাস জলবায়ু পরিবর্তন জনিত সম্যসা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দূর্যোগ মোকাবেলার বিষটি শুধু শিখলেই হবেনা। এইটাকে প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীরা স্কুলে শিখে, বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি শিখাবে।

পাঠ্য পুস্তক প্রসঙ্গে তিনি বলেন, জাতিয় পাঠ্যক্রম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বইয়ের ওজন ৫০০ গ্রামের কম। কিছু কিন্ডার গার্ডেন এবং প্রাইভেট প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বইয়ের চাপ বাড়িয়ে দিয়েছে। আমরা শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক এবং খাদ্যেও স্বয়ং সম্পূর্ন।

তিনি বলেন, মানুষের শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে।  অনেকই বলেন, স্কুলে ঘর নেই, গাছের নিছে ক্লাস করছে! এইটা আমাদের জন্য অবশ্যই প্রজেটিভ দিক। অবকাঠামো না থাকলেও শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও সিডিএপি ২ এর জাতীয় প্রকল্পপ পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রথমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ এনসিটিবি’র বিশেষজ্ঞসহ মোট ১৫০এতে অংশ নেন।

এএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।