অ্যাডেলে বলে কথা! (ভিডিও)
মাইকেল জ্যাকসন পরবর্তী সময়ে বিশ্ব সংগীতের সবচেয়ে বড় তারকা বলা হয় অ্যাডেলেকে। তিনি যাই করেন তা নিয়েই হৈ চৈ পড়ে যায়। তার নতুন গানের অপেক্ষায় প্রার্থনা করেন ভক্ত-অনুরাগীরা।
আর নতুন গান প্রকাশ হলে টর্নেডো বয়ে যায়। যেখানে পাইরেসিতে আক্রান্ত হয়ে ধুঁকছে বিশ্ব সংগীতের তারকারা সেখানে অ্যাডেলের গানের অ্যালবাম কিনতে লাইন পড়ে যায়। আর অনলাইনে এই তারকার জনপ্রিয়তা অবিশ্বাস্য!
এই যেমন গেল ২২ অক্টোবার ইউটিউবে প্রকাশ হলো শিল্পীর ‘হ্যালো’ গানের মিউজিক ভিডিও। ব্যাস! প্রকাশের মাত্র চার দিন পার হতেই সেটি দেখে ছেলেছেন প্রায় নয় কোটি দর্শক! আর ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছিলো।
এ নিয়ে ভেভো থেকে গতকাল সোমবার (২৬ অক্টোবর) বলা হয়েছে, আগের রেকর্ডটি ছিলো টেলর সুইফটের ‘ব্যাড ব্লাড’ ভিডিওর, গত মে মাসে এটি প্রথম দিনে দেখা হয়েছিলো ২ কোটি বার। সেটিকে ছাড়িয়ে গেছেন অ্যাডেলে। ইউটিউবে এখন পর্যন্ত ‘হ্যালো’র ভিডিও দেখা হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ৫৩ হাজারেরও বেশিবার।
জানা গেছে, অ্যাডেলের নতুন স্টুডিও অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’র প্রথম গান হিসেবে বেরিয়েছে ‘হ্যালো’। বিলবোর্ড ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চার দিনে এর ৮ লাখ কপি বিক্রি হয়েছে।
হ্যালো গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন কান পুরস্কারজয়ী ‘মমি’খ্যাত কানাডিয়ান নির্মাতা হাভিয়ার দোলান। এটি তৈরিতে তিনি ব্যবহার করেছেন আইম্যাক্স ক্যামেরা। এর আগে বিশ্বের আর কোনো মিউজিক ভিডিও এই প্রযুক্তিতে বানানো হয়নি। ভিডিওতে অ্যাডেলের প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন ট্রাইস্টান ওয়াইল্ডস।
২৫ বছর বয়সকে জীবনের টার্নিং পয়েন্ট মনে করেন অ্যাডেল। তাই ব্রিটিশ এই গায়িকা তার নতুন অ্যালবামের নাম রেখেছেন ‘টোয়েন্টি ফাইভ’। এটি আগামী ২০ নভেম্বর বাজারে আসছে।
এর আগে ২০১২ সালে জেমস বন্ড সিরিজের ২৩তম ছবির জন্য ‘স্কাইফল’ গানটি গেয়ে অস্কার জিতেছিলেন অ্যাডেলে।
দেখুন অ্যাডেলের হ্যালো গানটির ভিডিও
এলএ/আরআইপি