কালীগঞ্জে বিএনপির নতুন নেতৃত্ব


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ছাতিয়ানী চড়কা মোড় সংলগ্ন মাঠে মো. নেছার আহম্মেদকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বিএনপি নেতা কবির উদ্দিন আকন্দের সভাপতিত্বে ও মো. মোতালিব হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক ফজলুর রহমান আকন্দ।

এসময় বক্তব্য রাখেন, থানা ছাত্রদল সভাপতি মো. ইয়াছিন মোল্লা, যুবদল নেতা দেলোয়ার হোসেন, রিপন খান, খোরশেদ আলম খান, হুমায়ুন কবির, শেখ মেহেদী হাসান বিল্লাল, ডা. শরিফুল ইসলাম, জাকির হোসেন মোল্লা প্রমুখ।

আলোচনা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। পরে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন নতুন কমিটির তৃণমূল নেতাদের শুভেচ্ছা জানান।  

আব্দুর রহমান আরমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।