আজকের জোকস : ২৭ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৭ অক্টোবর ২০১৫

গান গেয়ে মলির প্রতি ভালোবাসা প্রকাশ করলো শিমুল। তারপর গদগদ স্বরে বললো, `প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?`
মলি : তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত!
শিমুল : সত্যি!
মলি : হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারবো।

***
: বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন অক্সিজেন ছাড়া আমরা নিশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিষ্কৃত হয়েছে ১৭৭০ খ্রিষ্ট্রাব্দে। তাহলে আগে কি কেউ নিঃশ্বাস নিত না।
: না। কারণ মানুষের নাকও ওই বছরই তৈরি হয়েছিল!

***
রোগী : ডাক্তার সাহেব, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে।
ডাক্তার : কী রকম?
রোগী : আমি অল্পতেই রেগে যাই। গালাগালি করি।
ডাক্তার : ব্যাপারটা একটু খুলে বলুন তো।
রোগী : হারামজাদা, ক`বার খুলে বলবো!

***
গোয়েন্দাপ্রধান : চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপার স্টারে গিয়েছিলে?
গোয়েন্দা সহকারী : অবশ্যই, স্যার!
গোয়েন্দাপ্রধান : ওরা তোমাকে চিনে ফেলেনি তো?
গোয়েন্দা সহকারী : অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি।
গোয়েন্দাপ্রধান : কীসের ছদ্মবেশে গিয়েছিলে?
গোয়েন্দা সহকারী : স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে।
গোয়েন্দাপ্রধান : কী? হোটেল সুপার স্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেয়ার কথা না!
গোয়েন্দা সহকারী : হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সেজন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।