আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৭ অক্টোবর ২০১৫

ভারতের শীর্ষ তালিকাভুক্ত অপরাধী ‘অ্যান্ডারওয়ার্ল্ড ডন’ ছোটা রাজনকে ইন্দোনেশিয়ার বালি থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর টাইমস অফ ইন্ডিয়া।

রাজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) ডিরেক্টর অনিল সিনহা। অনীল সিনহা বলেন, সিবিআইয়ের অনুরোধে বালি পুলিশ রাজনকে গ্রেফতার করেছে।

হত্যা, অপহরণ, চাদাবাজি ও নারী পাচারসহ একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে রাজনের বিরুদ্ধে। ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলায় সক্রিয় ভূমিকা ছিল ছোটা রাজনের।

প্রসঙ্গত, এই আন্ডারওয়ার্ল্ড ডনের নাম মোহন কুমার ও রাজেন্দ্র সদাশিব নিখালজি হলেও ছোটা রাজন হিসেবেই তিনি বেশি পরিচিত।
 
মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের দলেই এক সময় ছিলেন ছোটা রাজন। কিন্তু দাউদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দশক আগে বড় রাজন আলাদা দল গড়লে তাতে যুক্ত হন ছোটা রাজন। বড় রাজন মারা পড়লে দলের হাল ধরেন তিনি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।