যুক্তরাজ্যে হ্যাকিংয়ের অভিযোগে কিশোর গ্রেফতার


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৭ অক্টোবর ২০১৫

যুক্তরাজ্যের ফোন কোম্পানি টকটকের হ্যাকিংয়ের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উত্তর আয়ারল্যান্ডের অ্যানট্রিম কাউন্টি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। -খবর বিবিসি`র।

গত সপ্তাহে টকটকের ওয়েবসাইট কয়েক দফা সাইবার হামলার শিকার হয়। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং এবং ব্যক্তিগত তথ্য চুরি করা হয়ে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেছিল টকটক। তবে কতজন গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে, সে সম্পর্কে কোন ধারণা দিতে পারেনি তারা।

গ্রেফতার কিশোরের বিরুদ্ধে কম্পিউটারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম জানায়নি পুলিশ।

টকটকের কর্মকর্তারা বলছেন, প্রথমে সাইবার হামলাটিকে যত বড় বলে ভাবা হয়েছিল, আসলে তার পরিধি ততটা নয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এই ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।