সক্রিয় করোনা রোগীর সংখ্যায় বিশ্বে ৭ম বাংলাদেশ
অডিও শুনুন
করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর হিসাবে বিশ্বে ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে সক্রিয় রোগীর হিসাবে তালিকার সাত নম্বরে উঠে এসেছে এ দেশ। এক্ষেত্রে, বাংলাদেশ পেছনে ফেলেছে পাকিস্তান, চিলি, মেক্সিকো, তুরস্ক, ইতালির মতো ব্যাপক সংক্রমিত দেশগুলোকেও। রোববার করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের হিসাব থেকে এ তথ্য উঠে এসেছে।
ওয়েবসাইটটির তথ্যমতে, বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। মারা গেছেন ২ হাজার ৩০৫ জন, সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ৩৪ জন। অর্থাৎ, দেশে এখনও ৯০ হাজার ৭৯০ জন করোনা রোগী চিকিৎসাধীন।
সক্রিয় রোগীর হিসাবে বাংলাদেশের ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও পেরু। তবে স্পেন ও যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি হলেও সুস্থ বা সক্রিয় রোগীর সুনির্দিষ্ট তথ্য না থাকায় তাদের এ তালিকায় ধরা হয়নি।
ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুসারে, যুক্তরাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ লাখ ২৭ হাজার ৭৯৭ জন, ব্রাজিলে সক্রিয় রোগী ৫ লাখ ৫৫ হাজার ৮০৮ জন, ভারতে ২ লাখ ৯১ হাজার ৮১৭ জন, রাশিয়ায় ২ লাখ ১১ হাজার ৮৯৬ জন, দক্ষিণ আফ্রিকায় ১ লাখ ৩২ হাজার ৪৯৮ জন এবং পেরুতে ৯৬ হাজার ৮৭৬ জন।
বাংলাদেশের চেয়ে অনেক বেশি আক্রান্ত হলেও পাকিস্তানে সক্রিয় রোগীর সংখ্যা ৮৬ হাজার ৯৭৫ জন, মেক্সিকোয় ৭৯ হাজার ৬৮৬ জন।
বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৮ লাখ ৪৯ হাজার ৩০০ জন, মারা গেছেন ৫ লাখ ৬৭ হাজার ৭৭ জন, সুস্থ ৭৪ লাখ ৮৪ হাজার ১৮৪ জন। অর্থাৎ, বিশ্বব্যাপী এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৯ জন।
কেএএ/পিআর