ভ্যাকসিন বাজারের নিয়ন্ত্রণে গেলে অনেকে তা পাবে না: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পিএম, ১১ জুলাই ২০২০

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিদ্যমান ওষুধ এবং সম্ভাব্য ভ্যাকসিন এমন দেশ ও মানুষের কাছে সবার আগে পৌঁছে দিতে হবে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি। এটা না করে সর্বোচ্চ দরদাতার হাতে ভ্যাকসিনের নিয়ন্ত্রণ তুলে দিলে প্রাণঘাতী এই মহামারি সংকট আরও দীর্ঘায়িত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিল গেটস।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সম্পদের মালিক ও মানবহিতৈষী কজের সঙ্গে যুক্ত বিল গেটস সতর্ক করে বলেছেন, বাজারের স্বাভাবিক নিয়মে সর্বোচ্চ দরদাতার হাতে যদি করোনার ভ্যাকসিনের নিয়ন্ত্রণ চলে যায়, সেক্ষেত্রে যাদের সত্যিকারের প্রয়োজন, তাদের অনেকেই এই ভ্যাকসিন পাবেন না।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, ‘যদি আমরা কেবলমাত্র ওষুধ ও ভ্যাকসিন যাদের সর্বাধিক প্রয়োজন সেসব মানুষ ও স্থানের পরিবর্তে সর্বোচ্চ দরদাতাকে দিয়ে দেই তবে এই মহামারি হবে আরও দীর্ঘস্থায়ী ও মারাত্মক আকার ধারণ করবে এইইসঙ্গে এটা হবে অন্যায় কাজ।

শনিবার আন্তর্জাতিক এইডস সোসাইটি আয়োজিত ভার্চুয়াল কোভিড-১৯ সম্মেলনের সময় প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। বিল গেটস আরও বলেন, ‘বাজারনির্ভর বিষয়গুলো নয়, সমতার ভিত্তিতে ভ্যাকসিন ও ওষুধ বণ্টনের জন্য আমাদের ভালো নেতৃত্ব প্রয়োজন।’

বিশ্বজুড়ে শতাধিক ভ্যাকসিন প্রকল্পের কাজ চলছে এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সরকার গবেষণা, ট্রায়াল ও উৎপাদনের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। উদ্বেগ রয়েছে যে, উন্নত দেশগুলো সম্ভাব্য ভ্যাকসিন ও ওষুধ নিজেরাই মজুত করবে এবং এর কারণে উন্নয়নশীল দেশগুলো খালি হাতে পড়ে থাকবে।

ইইউ কমিশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, মহামারি করোনার জীবন রক্ষাকারী ভ্যাকসিন পাওয়া গেলে তা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হতে পারে। কেননা ওয়াশিংটনের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, একটি সফল ভ্যাকসিন তৈরি হলে তারা আমেরিকার মানুষকেই অগ্রাধিকার দেবেন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।