ভারতীয় সেনাদের সঙ্গে ‘এনকাউন্টারে’ ৬ নাগা বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১১ জুলাই ২০২০

ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে কথিত ‘এনকাউন্টারে’ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড’র (এনএসসিএন) ছয় সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের এক জওয়ানও।

শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে অরুণাচল প্রদেশের খোঁসা এলাকায় এই ‘এনকাউন্টার’ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

নিহত ছয়জন এনএসসিএনের ইসাক সু ও টি মুইবাহ গ্রুপের সদস্য। মাওবাদে উদ্বুদ্ধ এই সংগঠন ভারতের অরুণাচল, নাগাল্যান্ড, মনিপুর, আসাম ও মিয়ানমারের সাগাইং অঞ্চলে সক্রিয়। নাগা জনগোষ্ঠীকে নিয়ে সার্বভৌম ‘নাগালিম’ গঠনই এই সংগঠনের মূল লক্ষ্য।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুই যুগেরও বেশি সময় ধরে নাগাল্যান্ডের জন্য পৃথক পতাকা আর স্বতন্ত্র সংবিধান দাবি করে আসছে সংগঠনটি। এ নিয়ে কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর সঙ্গে তাদের কয়েকবার আলোচনা হলেও পরে তা থমকে যায়। এ আলোচনা গত বছরের শেষদিকে ফের শুরু করে ভারত সরকার। সেই আলোচনার পর এনএসসিএন বলেছিল, স্বাধীনতা-সার্বভৌমত্বের দাবি তারা ছাড়লেও পৃথক পতাকার দাবি ছাড়বে না।

পরে সংগঠনটির রাজনৈতিক প্রতিনিধিরা বিবৃতিতে জানান, ২২ বছর ধরে আলোচনার পর ভারত সরকার মারপ্যাঁচ শুরু করেছে। কথা রাখছে না। এরপর নাগাদের অন্যান্য নাগরিক সংগঠনের যৌথ মঞ্চও জানায়, তারা ভারতের চাপিয়ে দেয়া সংবিধান মানবে না। বিষয়টি তারপর অমীমাংসিতই থেকে গেছে।

এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।