ইবোলার প্রকোপ বাড়ছে সিয়েরালিওনে
সিয়েরালিওনের গ্রামাঞ্চলে দুই মাস আগের চেয়েও নয়গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ। আফ্রিকা গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (এজিআই) গত রোববার এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী ফ্রিটাউনের আশেপাশের গ্রামাঞ্চলে গত অক্টোবরে প্রতিদিন নতুন করে গড়ে ১২ জনের ইবোলায় আক্রান্তের খবর পাওয়া গেছে। গত সেপ্টেম্বরে এ হার ছিল এক দশমিক ৩।
এজিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যখন লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্তের সংখ্যা কমে আসছে, তখন সিয়েরালিওনে এ হার বেড়ে যাওয়ার ঘটনা বেশ আশঙ্কাজনক। প্রতিবেদন অনুযায়ী গ্রাম ছাড়াও রাজধানী ফ্রিটাউনেও ভাইরাসটিতে আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে।