ইবোলার প্রকোপ বাড়ছে সিয়েরালিওনে


প্রকাশিত: ০৫:১০ এএম, ০৩ নভেম্বর ২০১৪

সিয়েরালিওনের গ্রামাঞ্চলে দুই মাস আগের চেয়েও নয়গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ। আফ্রিকা গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (এজিআই) গত রোববার এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী ফ্রিটাউনের আশেপাশের গ্রামাঞ্চলে গত অক্টোবরে প্রতিদিন নতুন করে গড়ে ১২ জনের ইবোলায় আক্রান্তের খবর পাওয়া গেছে। গত সেপ্টেম্বরে এ হার ছিল এক দশমিক ৩।

এজিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যখন লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্তের সংখ্যা কমে আসছে, তখন সিয়েরালিওনে এ হার বেড়ে যাওয়ার ঘটনা বেশ আশঙ্কাজনক। প্রতিবেদন অনুযায়ী গ্রাম ছাড়াও রাজধানী ফ্রিটাউনেও ভাইরাসটিতে আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।