১০ নির্বাচন কর্মকর্তাকে হত্যার হুমকি


প্রকাশিত: ১০:০৮ এএম, ২৬ অক্টোবর ২০১৫

মোবাইল ফোনে চাঁদা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ কর্মকর্তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ফোনে চাঁদা দাবি করে বলা হয়, টাকা না দিলে তাঁদের গুলি করা হবে। সোমবার সকালে এ হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার উপসচিব আসাদুজ্জামান আরজু ।

তিনি জানান, হুমকিদাতা মোবাইল ফোনের ০১৯৯১৭৬০৭১৭ এই নম্বর থেকে ফোন করে। হুমকিদাতাদের একজন নিজেকে পেটকাটা বাবু ও অপর একজন নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বলে দাবি করেছেন।

আরজু সাংবাদিকদের বলেন, সোমবার সকালে ফোনে চাঁদা দাবি করে তাকে গুলি করার হুমকি দেয়া হয়। এতে দুই ব্যক্তি জড়িত বলে তিনি দাবি করেন। তাকে ছাড়াও আরো ১০ জনকে একই ধরনের হুমকি দেয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ১০ জন কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

সচিবালয়ের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ জন কর্মকর্তাকে একই নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হয় বলে দাবি করেন তিনি।

এইচএস/এসএইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।