হংকংয়ে ফেরি দুর্ঘটনা : আহত ১২৪


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৬ অক্টোবর ২০১৫

হংকংয়ে উচ্চগতির একটি যাত্রীবাহী ফেরির দুর্ঘটনায় অন্তত ১২৪ জন আহত হয়েছে। রোববার ম্যাকাও থেকে হংকং যাওয়ার পথে ফেরিটি পানিতে থাকা অজ্ঞাত বস্তুকে ধাক্কা দেওযার পর এ দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬ টার দিকে ল্যানতাও দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, ওই ফেরিটিতে ১৭৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। দুর্ঘটনার পর ফেরিটির বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং ফেরিটিতে পানি উঠতে থাকে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে মেরিন পুলিশের সদস্যদেরকে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের অনেকেই হাত ও মুখে আঘাত পেয়েছেন। আহতদের অনেকেই উদ্ধারকাজে ধীরগতি লক্ষ্য করা গেছে। আহত যাত্রীদের মধ্যে অনেকেই কয়েক ঘণ্টা ধরে আহত অবস্থায় ওই ফেরিতে ছিলেন।

ফেরিটির একজন যাত্রী সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় প্রথমে বিশৃঙ্খলা শুরু হলেও যাত্রীরা পরে শান্ত হয়ে যান। আরটিএইচকে কে নিউজ সাইট জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত অন্তত পাঁচ যাত্রীর অবস্থাজনক।

হংকং বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের একটি রুট। এর মধ্যে দুর্ঘটনাস্থল ম্যাকাও রুটটি সবচেয়ে জনপ্রিয়। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ঠ ভালো হলেও সম্প্রতি বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

২০১৩ সালে দেশটিতে একইধরনের দুর্ঘটনায় অন্তত কয়েক ডজন যাত্রী আহত হয়েছে। ২০১২ সালে যাত্রীবাহী ফেরি ও নৌকার সংঘর্ষে ৩৯ জনের প্রাণহানি ঘটে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।