ল্যাপটপ মেলা শুরু ১২ নভেম্বর


প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৬ অক্টোবর ২০১৫

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের শীতকালীন ল্যাপটপ মেলা। ল্যাপটপ ও ট্যাব নিয়ে এটি দেশের সবচেয়ে বড় ও আকর্ষণীয় আয়োজন। মেলা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের আয়োজনে এই মেলায় দেশ-বিদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান তাদের অত্যাধুনিক প্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

এবারের মেলায় ৭টি প্যাভিলিয়ন, ১৫টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টল থাকবে। এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভোসহ নামীদামী ব্র্যান্ডসমূহ মেলায় অংশ নেবে। শীতকালীন এই ল্যাপটপ মেলার সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এসার, আসুস, এইচপি, ডেল ও লেনোভো। শিগগিরই সংবাদ সম্মেলন করে মেলার বিস্তারিত জানানো হবে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।