ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫


প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৬ অক্টোবর ২০১৫

ইরাকের আনবার প্রদেশে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে আইএসের আত্মঘাতী বোমা হামলায় রোববার কমপক্ষে ২৫ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৪ জন। দুই ট্রাকভর্তি বিস্ফোরক নিয়ে ওই আত্মঘাতী হামলা চালানো হয় বলে দেশটির প্রাদেশিক নিরাপত্তা বাহিনী কর্মকর্তারা জানিয়েছে।

আনবার প্রদেশে আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে লড়াই করছে ইরাকী নিরাপত্তা বাহিনী ও প্যারামিলিটারি ইউনিটস (হাশদ সাবি)। নিরাপত্তা বাহিনী জানায়, রামাদির আলবু ইথা এলাকায় প্রথম হামলায় নিহত হন ১৫ সেনা। আহত হন ২৭ জন। দ্বিতীয় হামলায় ফালুজার আলবু আজিজ এলাকায় সেনা ও প্যারামিলিটারি সদস্যসহ মারা যান ১০ জন। আর গুরুতর আহত হন সাতজন।

নিরাপত্তা বাহিনী জানায়, সংঘর্ষে বেশ কয়েকজন আইএস সদস্যও নিহত হয়েছে। তবে কতজন নিহত হয়েছে তা বলতে পারেনি তারা।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।