১২ নভেম্বর লন্ডন সফরে যাচ্ছেন মোদি


প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৫ অক্টোবর ২০১৫


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি আগামী মাসে ব্রিটেন সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লন্ডন তার ওপর এক দশক ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম তিনি এ সফর করবেন।

মোদি বলেন, ‘দিওয়ালির একদিন পর আমি ব্রিটেন সফরে যাবো।’ আগামী ১১ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান দিওয়ালি অনুষ্ঠিত হবে। তিনি রোববার তার মাসিক রেডিও ভাষণে বলেন, ‘আমি ব্রিটেন সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

মোদি আগামী ১২ থেকে ১৪ নভেম্বর লন্ডন সফর করবেন। এরপর তিনি জি-২০ সম্মেলনে যোগদানের জন্য তুরস্ক যাবেন। নাম প্রকাশ না করার শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য জানিয়েছে।

লন্ডনে তিন দিন সফরকালে মোদি ব্রিটেনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এবং ওয়েম্বলি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়া তিনি সাবেক লন্ডন হাউসে ভারতের নিম্নবর্ণের আইকন ভীমরাও আম্বেদকারের স্মৃতিচিহ্ন উদ্বোধন করবেন।

গুজরাটে দাঙ্গার ঘটনায় ব্রিটেনে মোদির সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রায় এক দশক পর তার ওপর থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ব্রিটেন। এরপর এটাই হবে প্রধানমন্ত্রী হিসেবে মোদির প্রথম সফর।

২০১৪ সালের মে মাসে সাধারণ নির্বাচনে মোদি জয়লাভ করার পরপরই ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।