সিরিয়ার আকাশে আইএসের কনডম বোমা! (ভিডিও)


প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

পুতিনকে শিক্ষা দিতে নতুন অস্ত্র তৈরি করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস। রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করতে সিরিয়ার আকাশ ছেয়ে উড়ে চলছে তাদের রাশি রাশি ভয়ঙ্কর কনডম বোমা। জন্মনিয়ন্ত্রণের দাওয়াই থেকে মারণাস্ত্র তৈরি করে চমক দিলো আইএস।

সিরিয়ার ইদলিব শহরে রাশিয়ার বিমান হানা রুখতে এভাবেই কনডম বোমার শরণাপন্ন হলো জঙ্গি বাহিনী। শনিবার রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র একদিনের বিমান হানায় আইএস অধিকৃত ৪৯টি বাড়ি এবং অসংখ্য যানবাহন ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার মেজর জেনারেল কোনাশেঙ্কভ এই সম্পর্কে জানিয়েছেন, আইএস প্রশিক্ষণ শিবিরের উপর একজোড়া সু-২৫ ফাইটার জেট পর পর দু`বার আঘাত হানে। এর ফলে শিবিরটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা নষ্ট হয়।

মস্কোর দাবি, বিশাল ক্ষতির জেরে কিছুটা পিছু হঠেছে আইএস। রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাতে তাই আল কায়দা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যৌথ আঘাত হানার ফন্দি আঁটছে তারা। পাশাপাশি, রাশিয়ার যুদ্ধ বিমান মাটিতে নামাতে এবার অভিনব কৌশল প্রয়োগ করেছে আইসিস।

সম্প্রতি কনডম বোমা তৈরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাড়া ফেলে দিয়েছে জঙ্গি সংগঠনটি। প্রচারিত ভিডিওতে বোমা তৈরির বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। দেখা যায়, সোচ্চার মৌলবাদী স্লোগানের মাঝে আকাশে কনডম বোমার ঝাঁক উড়ে চলেছে।

বেশ কিছু দূরত্ব অতিক্রম করার পর শূন্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটতেও দেখা গেছে। রাশিয়ার উদ্দেশে আইএসের হুঁশিয়ারি, অবিলম্বে বিমান আক্রমণ বন্ধ না করলে মস্কোকে চরম মূল্য দিতে হবে।


বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।