রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য


প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

গত ২১ অক্টোবর  জাগো  নিউজে প্রকাশিত ‘রাষ্ট্রপতির নামে স্থাপিত মেডিকেল কলেজের ৭টি লোহার খাটের হাসপাতাল’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ ন  ম নওশাদ খান। তিনি প্রকাশিত প্রতিবেদনটিকে অসম্পূর্ণ, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

রোববার এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ১৩ অক্টোবর বিএমডিসি প্রতিনিধি দল পরিদর্শনকালে রোগীর সঙ্গে মত বিনিময় করেন। তাদের রোগ ও সুযোগ সুবিধা বিষয়ে আলোচনা করেন। কলেজটিতে দুটি হাসপাতালের একটি ক্যাম্পাসে ও কিশোরগঞ্জ শহরে অবস্থিত। ৮ মাসে আউটডোরে রোগী দেখা হয়েছে ৬ হাজার ৪ শ’ ৩২ জন। বিনামূল্যে চোখের ছানি ৮০টি ও পাইলস ৬৭টি, ঠোঁট কাটা ২৬টি অপারেশন করা হয়েছে।

এছাড়া অন্যান্য রোগীর অপারেশন হাসপাতালে চলছে। তিনি প্রকাশিত সংবাদেরও তীব্র  প্রতিবাদ জানান।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।