মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০১ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হলে এর পাইলট নিহত হন বলে বুধবার মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনার কলাম্বিয়ার ৩০ মাইল পূর্বে বিমান বাহিনীর লকহিড-মার্টিন এফ-১৬সিএম যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। রাতে নিয়মিত অনুশীলনের সময় শ্য এয়ার ফোর্স ঘাঁটির কাছে বিমানটি আছড়ে পড়লে পাইলট নিহত।

দেশটির বিমান বাহিনী বলেছে, বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তবে এই পাইলটের ব্যাপারে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে যুদ্ধ বিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

সূত্র: রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।