খুলনায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে রোববার বিকেলে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হতে হবে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকদের বাইরে কোনো প্রাইভেট কোচিং করানো যাবে না। বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ধুমপানসহ অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) একেএম জাকির হোসেন ভূঞা, সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর ইমাম, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক।
    
সভায় শিক্ষক-শিক্ষিকা, সুধী সমাজ, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।