এএসআই হত্যায় ৫ আসামি রিমান্ডে, মামলার অগ্রগতি দাবি পুলিশের


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৫
নিহত এএসআই ইব্রাহিম মোল্লা

রাজধানীর গাবতলীতে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৫ আসামিকে রিমান্ডে নিয়েছে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার এএসআই ইব্রাহিম হত্যার মামলায় গ্রেফতার মাসুদ রানাসহ মোট ৫ যুবককে জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়ার অনুমতি দেয় ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু পরিচালিত আদালত।

ডিবি পুলিশ ও দারুস সালাম থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার পুলিশ সদস্য এএসআই ইব্রাহিমকে ছুরিকাঘাতে হত্যার পরপরই মাসুদ রানা (২৫) নামের এক যুবককে আটক করা হয়। জড়িত অভিযোগে আটক মাসুদ রানাকে আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল (শনিবার) রাতেই ৭ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশিম বিভাগ) মো. সাজ্জাদুর রহমান বলেন, আমরা এএসআই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত মোট ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছি।

কোনো তথ্য জানা গেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, রিমান্ড চলছে। তদন্তের স্বার্থে আগাম কিছু বলা ঠিক হবে না। তবে তিনি বলেন, মামলায় অগ্রগতি হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি।

একই ঘটনায় জড়িত অভিযোগে কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেনেড ও অন্যন্য বিস্ফোরকসহ গ্রেফতার রাকিব, ফজলে এলাহী ও মো. আজিজ নামে আরও ৪ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার কথা জানান তিনি।

পুলিশ জানায়, আটক মাসুদ রানার বাড়ি বগুড়ার আদমদীঘীতে। ঘটনার পলাতক মূলহোতার বাড়িও বগুড়ায়। পুলিশের দাবি তারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন এলকায় দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশি করতে গিয়ে ছুরিকাঘাতে আহন হন এএসআই ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনার সুষ্ঠু তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুম উজ্জামান ও গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশিম বিভাগ) মো. সাজ্জাদুর রহমান।

জেইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।