জাবিতে ভর্তি পরীক্ষা শুরু : উপস্থিতি ৯৫ শতাংশ


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’ ইউনিটের আওতাধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা ২০মিনিট পর্যন্ত মোট ৬টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

সোমবার ‘ডি’ ইউনিটের আওতাধীন জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা মোট ৬টি শিফটে সকাল ৯টা থেকে শুরু হবে। চলবে বিকেল ৫ টা ২০মিনিট পর্যন্ত। এ বছরের ভর্তি পরীক্ষায় দুই হাজার আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন দুই লাখ ২৬ হাজার ৪১২ জন শিক্ষার্থী।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।